চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে ১৪ জন গুণী ও বিশিষ্ট নাগরিককে একুশে স্মারক সম্মাননা পদকের জন্য মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ৩টায় নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে অমর একুশে বইমেলার আলোচনা সভার মঞ্চে মনোনীতদের স্মারক সম্মাননা পদক তুলে দেবেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা, সমাজসেবক, চিকিৎসক, শিক্ষাবিদ, সংগীতশিল্পী, পেশাজীবী, সাংবাদিক, কবি ও লেখক রয়েছেন।
সম্মাননা পদকের জন্য মনোনীতরা হলেন- ভাষা আন্দোলনে দবির আহমদ চৌধুরী (মরনোত্তর), চিকিৎসা বিজ্ঞানে ডা. এস এম কামাল উদ্দীন, মুক্তিযুদ্ধে (মরনোত্তর) মোহাম্মদ ইব্রাহীম, স্বাধীনতা আন্দোলনে শহীদ আবদুর রব (মরনোত্তর), ক্রীড়ায় কামাল উদ্দীন আহমেদ, শিক্ষায় প্রফেসর (প্রকৌশলী) আলী আশরাফ, সমাজসেবায় সাফিয়া গাজী রহমান, সংগঠক হিসেবে মহিউদ্দিন শাহ আলম নিপু, সঙ্গীতে আইয়ুব বাচ্চু (মরনোত্তর), সাংবাদিকতায় মোস্তফা কামাল পাশা, গবেষণায় ড. শিরীন আখতার, কথাসাহিত্যে দেবাশীষ ভট্টাচার্য্য, শিশু সাহিত্যে মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম (মানজুর মাহমুদ) ও কবিতায় খালেদ হামিদী।