রাজধানী ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দিবে শ্রম মন্ত্রণালয়। একইসঙ্গে আহত শ্রমিকের প্রত্যেককে চিকিৎসার জন্য দেওয়া হবে অর্ধলাখ টাকা ।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি)শ্রম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর সমবেদনা জানিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, ওই দুর্ঘটনায় যেসব শ্রমিক নিহত হয়েছেন, তাদের জন্য ১ লাখ এবং যেসব শ্রমিক আহত হয়েছেন, তাদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয়।
উল্লেখ্য, চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের চারতলা একটি বাড়িসহ কয়েকটি ভবনে বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭০ জনের মৃত্যু হয়। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৪১ জন। হতাহতদের বেশিরভাগই পুরান ঢাকার ব্যস্ততম এলাকার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মী বলে ধারনা করা হচ্ছে।
জয়নিউজ