চট্টগ্রাম উইম্যান চেম্বারের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী বসন্ত মেলা-১৪২৫। উইম্যান চেম্বারের সেমিনার হলে এ মেলার আয়োজন করা হয়েছে।
রোববার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহেদ মালেক মেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, ভাইস-প্রেসিডেন্ট জেসমিন আক্তার, ডা. মুনাল মাহবুব, মেলা কমিটির চেয়ারম্যান ও পরিচালক রেবেকা নাসরিন, পরিচালক নিশাত ইমরান, নুজহাত নুয়েরী কৃষ্টি, রোজিনা আক্তার লিপি, মোস্তারী মোর্শেদ স্মৃতি, ফেরদৌস ইয়াসমিন খানম ও প্রাক্তন পরিচালক নূর আক্তার জাহান।
মেলায় ৫০টি স্টলে নারী উদ্যোক্তারা তৈরি পোশাক, কসমেটিকস, পিঠা-পায়েস, আঁচার, শাড়ি, থ্রি-পিস, সালোয়ার-কামিজসহ বিভিন্ন পণ্যসামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে এবং মেলায় প্রবেশ সকলের জন্য উন্মুক্ত।