মঙ্গলবার সারাদিন বৃষ্টির পূর্বাভাস

সোমবার ভোর থেকেই চট্টগ্রামের আকাশ ছিল ভারি। ঝড়ো হাওয়া আর বজ্রপাতসহ বৃষ্টিতে নাকাল ছিল নগরবাসী। সারাদিনেও দেখা মেলেনি সূর্যের। আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবার সারাদিনও চট্টগ্রামে বৃষ্টি হতে পারে।

- Advertisement -

আবহাওয়া পূর্বাভাস আরো বলছে, পশ্চিমা লঘুচাপের একটি বাড়ন্ত অংশ ভারতের পশ্চিমবঙ্গের আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপও রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এই দুয়ের কারণেই মাঝ ফাল্গুনে ঝড়-বৃষ্টির আগমন।

- Advertisement -google news follower

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মেঘনাথ তঞ্চগ্যা জয়নিউজকে বলেন, চট্টগ্রামে আজ সর্বোচ্চ ৭০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে গেছে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে সারাদিনের বৃষ্টির পরিমাণ  রেকর্ড করা যায়নি।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস।

জয়নিউজ/পার্থ নন্দী/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM