রাজধানীর পুরান ঢাকার চুড়িহাট্টায় ভয়াবহ আগুনের ঘটনায় চিকিৎসাধীন আরো দুইজনের মৃত্যু হয়েছে। তাদের নাম সোহাগ ও আনোয়ার।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৩ জনে।
দগ্ধদের মধ্যে সোমবার রাত ১টার দিকে মারা যান সোহাগ। শরীরের ৬০ শতাংশ পুড়ে যায় তার। এর আগে মারা যান আনোয়ার।
চকবাজারে আগুনে দগ্ধদের মধ্যে এখনো ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন আছেন ৯ জন। বার্ন ইউনিটে চিকিৎসাধীন বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। পুড়ে যাওয়া রোগীদের সবারই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, আগুনে বেশি পুড়ে যাওয়া মরদেহগুলোর ডিএনএ পরীক্ষা শেষ করতে আরও ৩ সপ্তাহ লাগবে বলে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার।
গত ২০ ফেব্রুয়ারি রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।