চকবাজারে আগুনের ঘটনায় আরো ২ জনের মৃত্যু

রাজধানীর পুরান ঢাকার চুড়িহাট্টায় ভয়াবহ আগুনের ঘটনায় চিকিৎসাধীন আরো দুইজনের মৃত্যু হয়েছে। তাদের নাম সোহাগ ও আনোয়ার।

- Advertisement -

সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৩ জনে।

- Advertisement -google news follower

দগ্ধদের মধ্যে সোমবার রাত ১টার দিকে মারা যান সোহাগ। শরীরের ৬০ শতাংশ পুড়ে যায় তার। এর আগে মারা যান আনোয়ার।

চকবাজারে আগুনে দগ্ধদের মধ্যে এখনো ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন আছেন ৯ জন। বার্ন ইউনিটে চিকিৎসাধীন বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। পুড়ে যাওয়া রোগীদের সবারই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।

- Advertisement -islamibank

এদিকে, আগুনে বেশি পুড়ে যাওয়া মরদেহগুলোর ডিএনএ পরীক্ষা শেষ করতে আরও ৩ সপ্তাহ লাগবে বলে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার।

গত ২০ ফেব্রুয়ারি রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জয়নিউজ/অভিজিত/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM