ঋতুরাজ বসন্তে র্প্রকৃতি নিজেকে সাজানোর উৎসবে মেতে ওঠে। আর এসব পরিবর্তন খুব দ্রুত ঘটে। গাছের পাতাগুলোর রঙ বদলাচ্ছে। ইতোমধ্যেই পাতা ঝরে পড়তে শুরু করেছে। পায়ে পায়ে মাড়িয়ে গেলে মর্মর ধ্বনি ওঠে। গাছ থেকে পাতা ঝরে পড়ার এমন দৃশ্য মনকে বিষণ্ন করলেও এক ধরনের মায়াজাল সৃষ্টি করে। নিয়ে যায় অন্য এক ভুবনে।
নগরের পাহাড়তলীর আমবাগান এলাকা থেকে ছবিগুলো তুলেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া।