বাংলাদেশ মিশনে ২৪ ঘণ্টা সেবা দেওয়ার নির্দেশ

বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে প্রতিদিন ২৪ ঘণ্টা কনস্যুলার সেবা দেওয়ার নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

- Advertisement -

মিশন প্রধানদের লেখা এক চিঠিতে মন্ত্রী অনতিবিলম্বে সার্বক্ষণিক কনস্যুলার সেবা লাইন চালুর এ নির্দেশনা দেন বলে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

- Advertisement -google news follower

আবদুল মোমেন অভ্যর্থনা কক্ষ তথা কনস্যুলার সেবা কক্ষের আমূল পরিবর্তনের মাধ্যমে একে আগের চেয়ে সেবাবান্ধব করার জন্য পদক্ষেপ গ্রহণ অতীব জরুরি বলে উল্লেখ করেন।

তিনি প্রবাসীদের কনস্যুলার ও অন্যান্য সেবার মান উন্নত করতে মিশনগুলোকে উদ্যোগী হওয়ার নির্দেশ দেন।

- Advertisement -islamibank

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়ন প্রক্রিয়ায় প্রবাসীদের সম্পৃক্ত করতে পারলে রেমিট্যান্স যেমন বাড়বে, তেমনি বিনিয়োগও বাড়তে পারে। এসব ক্ষেত্রে সাফল্য অনেকাংশে নির্ভর করে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন ও যথার্থ সেবা দেওয়ার ওপর।

তাছাড়া মন্ত্রী পেশা অনুযায়ী প্রবাসীদের একটি ডাটাবেজ তৈরিতে মিশনগুলোকে উদ্যোগ নেওয়ারও তাগিদ দেন চিঠিতে।

জয়নিউজ/অভিজিত/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM