প্রতিশ্রুতি রক্ষা ইমরানের, পাইলট ফিরলেন ভারতে

নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আটক ভারতীয় বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্তমানকে বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় ভারতের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে দেশটি।

- Advertisement -

এর আগে বুধবার পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে ভূপাতিত হয় ভারতীয় যুদ্ধবিমান মিগ-২১। পাক অধিকৃত কাশ্মীরের আকাশে ভারতীয় যুদ্ধবিমান নিয়ে অনুপ্রবেশ করেছিলেন পাইলট অভিনন্দন।

- Advertisement -google news follower

পরে ওই যুদ্ধবিমানের ভিতর থেকে পাইলট অভিনন্দনকে বের করে আনেন কাশ্মীরিরা। এরপর তাকে নিজেদের জিম্মায় নেয় পাকিস্তান সেনাবাহিনী।

গত কয়েকদিনে এ নিয়ে দুই দেশের চরম উত্তেজনার মাঝে বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টে আটক ভারতীয় পাইলটকে শুক্রবার মুক্তি দেওয়ার ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

- Advertisement -islamibank

শুক্রবার বিকেলে পাকিস্তানে ধরা পড়া এই পাইলটকে স্বাগত জানাতে আট্টারি-ওয়াগাহ সীমান্তের ভারতীয় অংশে হাজার হাজার ভারতীয় জমায়েত হন। তাদের হাতে দেখা যায় দেশটির জাতীয় পতাকা। অনেকের হাতে ফুলে তোড়া; তারা অভিনন্দনকে স্বাগত জানিয়ে স্লোগানও দেন।

ইমিগ্রেশনের সব আনুষ্ঠানিকতা শেষে ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হাইকমিশনের প্রতিনিধি দলের কাছে অভিনন্দনকে হস্তান্তর করে পাকিস্তানি কর্মকর্তারা।

জয়নিউজ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM