প্রথম ইনিংসে ওপেনার তামিম ইকবাল প্রতিরোধের দেয়াল গড়েছিলেন। দ্বিতীয় ইনিংসে যুদ্ধটা করলেন সৌম্য-মাহমুদুল্লাহ। কিন্তু সেই ইনিংস হার দিয়েই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু করেছে বাংলাদেশ।
হ্যামিল্টন টেস্টের চতুর্থ দিনে ইনিংস ও ৫২ রানের বড় ব্যবধানে হেরেছেন টাইগাররা।
ম্যাচের তৃতীয় দিনে ৪৮১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। শুরুর দিকে দ্রুত উইকেট খোয়ালেও মাহমুদুল্লাহ ও সৌম্য সরকারের শতরানের ইনিংসে ঘুরে দাঁড়ায় টাইগাররা। তবে ২৩৫ রানের জুটি গড়ে সৌম্য ব্যক্তিগত ১৪৯ রানে ফিরে গেলে একাই দলকে টেনে নিতে থাকেন অধিনায়ক মাহমুদুল্লাহ। শেষ পর্যন্ত তিনিও ১৪৬ রানে আউট হয়ে সাজঘরে ফিরলে পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।
শেষ দিকের ব্যাটসম্যানরা অল্প রানে আউট হলে ৪২৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসের ২৩৪ রানের পর ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৬ উইকেটে ৭১৫ রানে ইনিংস ঘোষণা করে।
ডাবল সেঞ্চুরির ইনিংসের জন্য ম্যান অব দ্যা ম্যাচ হন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।