শপথ নিলেই বহিষ্কার: গণফোরাম

দলের সিদ্ধান্ত অমান্য করে সংসাদ সুলতান মো. মনসুর আহমেদ (মৌলভীবাজার-২) ও মোকাব্বির খান (সিলেট-২) শপথ নিলে সাংগঠনিক ও আইনি ব্যবস্থার আওতায় দল থেকে বহিষ্কার করার হুঁশিয়ারি দিয়েছে গণফোরাম

- Advertisement -

সোমবার (৪ মার্চ) দলের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু জয়নিউজকে এ কথা বলেন।

- Advertisement -google news follower

তিনি বলেন, সংসদে যোগ না দেওয়া আমাদের দলের সিদ্ধান্ত এবং এ ব্যাপারে কোনো মতানৈক্য নেই। এরপরও তারা (মনসুর ও মোকাব্বির) শপথ নিলে সেটা তাদের নিজের সিদ্ধান্ত, দলের নয়।

মন্টুও আরো বলেন, তারা শপথ নিলে আমরা নিশ্চিতভাবেই আইন মোতাবেক ব্যবস্থা নেব। আমরা দলীয় বৈঠক করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেব।

- Advertisement -islamibank

এর আগে শনিবার স্পিকারের কাছে পাঠানো এক চিঠিতে গণফোরামের দুই এমপি আগামী ৭ মার্চ শপথ অনুষ্ঠান আয়োজনের অনুরোধ জানান।

জয়নিউজ/অভিজিত/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM