চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি টয়লেট থেকে এক ছাত্র ও এক ছাত্রীকে আটক করেছে প্রশাসন।
সোমবার (৪ মার্চ) দুপুরে কলা অনুষদের নিচতলার একটি টয়লেট থেকে তাদের আটক করা হয়।
আটক শিক্ষার্থীরা একজন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী এবং অন্যজন বাংলাদেশ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।
উভয়েই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। তবে আটক ছাত্রী কলা অনুষদের এবং ছাত্র জীববিজ্ঞান অনুষদের শিক্ষার্থী। এর আগেও বুধবার (২৭ ফেব্রুয়ারি ) তাদেরকে টয়লেট থেকে একসঙ্গে বের হতে দেখা যায় বলে জানিয়েছে একটি সূত্র।
প্রত্যক্ষদর্শী কলা অনুষদ প্রহরীরা জয়নিউজকে জানান, দুপুরে দু’জনকে একসঙ্গে ফারসি বিভাগের টয়লেটে ঢুকতে দেখি। পরে অনেক্ষণ তাদের বের হতে না দেখে দরজায় নক করি এবং কর্তৃপক্ষকে অবহিত করি।
প্রসঙ্গত, এর আগে ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে দুটি আবাসিক হলে অস্ত্র উদ্ধারে তল্লাশি চালানোর সময় সোহরাওয়ার্দী হলের অতিথি কক্ষ থেকে তালাবদ্ধ অবস্থায় এক বহিরাগত তরুণীকে উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় জড়িত ছাত্রলীগ কর্মী ফখরুল ইসলামকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে উভয়কেই ছেড়ে দেয় পুলিশ।