লন্ডনে বিমানবন্দর ও রেলওয়ে স্টেশন থেকে বিস্ফোরক উদ্ধার

লন্ডনের দুই বিমানবন্দর ও একটি রেলওয়ে স্টেশন থেকে বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

লন্ডনের হিথ্রো বিমানবন্দর, সিটি বিমানবন্দর ও ওয়াটারলু রেলওয়ে স্টেশনের মতো গুরুত্বপূর্ণ তিনটি জায়গা থেকে তারা এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

মঙ্গলবার (৫ মার্চ) লন্ডন হিথ্রো বিমানবন্দরের কম্পাস সেন্টারে স্থানীয় সকাল ৯টা ৫৫ মিনিটে প্রথম বিস্ফোরক প্যাকেটটি উদ্ধার করা হয়। এর দেড়ঘণ্টা পর বেলা ১১টা ৪০ মিনিটে ওয়াটারলু রেল স্টেশন থেকে এবং দুপুর ১২টা ১০ মিনিটে লন্ডন সিটি বিমানবন্দরের ‘সিটি এভিয়েশন হাউজ’ থেকে তৃতীয় বিস্ফোরক প্যাকেটটি উদ্ধার করা হয়।

প্যাকেটগুলোর ভেতরে ছোট আকৃতির বোমা রয়েছে যা অল্প পরিসরে অগ্নিকাণ্ড ঘটাতে সক্ষম। ডাকযোগে পাঠানো এসব প্যাকেটের গায়ে আইরিশ ডাকটিকেট লাগানো ছিল এবং একটি খামে ‘রিপাবলিক অব আয়ারল্যান্ড’ র ফিরতি ঠিকানা রয়েছে। খামের ডাকটিকেটগুলো আয়ারল্যান্ডের ডাক বিভাগ ২০১৮ সালের সেন্ট ভেলেন্টাইন ডে উপলক্ষে প্রকাশ করেছিল।

- Advertisement -islamibank

এ ঘটনার তদন্তে লন্ডন মেট্রোপলিটন পুলিশের সঙ্গে আইরিশ পুলিশ সব রকমের সহায়তা করছে।

জয়নিউজ/পলাশ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM