এখনো বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান উত্তেজনা বিরাজ করছে। বুধবারও (৬ মার্চ) দুইপক্ষের গোলাগুলির খবর পাওয়া গেছে। দু’দেশের উত্তেজনার মধ্যে আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয়রা। বন্ধ রয়েছে নিকটবর্তী সব শিক্ষা প্রতিষ্ঠান।
পুলওয়ামায় হামলার জের ধরে ভারত ও পাকিস্তান পাল্টাপাল্টি বিমান হামলা চালায়। ’৭১ পরবর্তী সময়ে প্রথমবারের মতো পাল্টাপাল্টি বিমান হামলায় দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে। বুধবার গোলাগুলিতেও দুই দেশ পরস্পরকে দোষারোপ করছে।
ভারতের দাবি, বুধবার সকাল সাড়ে ১০টায় তৃতীয়বারের মতো অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল বেনন্দ্র আনন্দ বলেন, রাজৌরির নিয়ন্ত্রণরেখা অঞ্চলে প্রচুর গোলাগুলি হয়েছে। ভারতীয় সেনাবাহিনীও জবাব দিয়েছে।
সীমান্তে চলমান উত্তেজনায় স্থানীয়রা দিন কাটাচ্ছে আতঙ্কে। অনেকে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছে। নিকটবর্তী ৫ কিলোমিটার দূরত্বের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে। আটক ভারতীয় পাইলটকে ভারতের কাছে হস্তান্তরের পর উত্তেজনা প্রশমিত হতে শুরু করে। এছাড়া মঙ্গলবার (৫ মার্চ) দেশে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে পাকিস্তান। আটক করা হয় ৪৪ জঙ্গিকে, যার মধ্যে জইশ ই মোহাম্মদের প্রধানের ভাই ও সন্তান রয়েছেন।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরেশি সফল কূটনৈতিক তৎপরতার জন্য উত্তেজনা কমে আসার দাবি করেছেন।