বিশ্ব নারী দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম উইম্যান চেম্বার।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ৮টায় হোটেল আগ্রাবাদ থেকে র্যালির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
বেলুন উড়িয়ে ও কেক কেটে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে এক র্যালি বের করা হয়।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহিলা সাংসদ সাবিহা নাহার বেগম। তিনি বলেন, নারী-পুরুষের সমতা আনয়নের লক্ষ্যে আমাদেরকে সামাজিকভাবে সবার মানসিকতা পরিবর্তনে কাজ করতে হবে। যতদিন আমাদের মানসিকতার পরিবর্তন করতে পারব না, ততদিন পর্যন্ত সমতা আনয়ন সম্ভব নয়।
চট্টগ্রাম উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রুহী মোস্তফা, ভাইস প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব, পরিচালক ও সদস্যরা।