চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) আয়োজিত আসন্ন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অংশগ্রহণকারী দল চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের জার্সি উন্মোচন করেছেন ক্লাবের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এসময় ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মাহবুবুল আলম, ক্রিকেট কমিটির চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ এলিট, সিজেকেএস কাউন্সিলর ও ব্রাদার্স ইউনিয়নের পরিচালক দিদারুল আলম, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম মানিক, ওয়াহিদুল আলম শিমুল, ক্লাবের পরিচালক ও টিম ম্যানেজার আব্দুর রশিদ লোকমান, কোচ মমিনুল হক, পরিচালক মাহমুদুল হাসান রনি, মোহাম্মদ গিয়াস উদ্দিন, জসিম উদ্দিন মিঠুন, মোহাম্মদ সোলাইমান, সালাউদ্দিন আহমেদ, লায়ন নুরুজ্জামান ও রনি উপস্থিত ছিলেন।