শ্রীলঙ্কায় ১৯৭৬ সালের পর থেকে কাউকে ফাঁসি দেওয়া হয়নি। তবে মাদক ব্যবসার বাড়বাড়ন্ত অবস্থার কারণে নতুন করে ফাঁসির বিধান কার্যকর করার পরিকল্পনা করছে দেশটির সরকার। তবে সমস্যা হচ্ছে ফাঁসি দেওয়ার জন্য মিলছে না জল্লাদ!
ফেব্রুয়ারিতে তাই জল্লাদ চেয়ে বিজ্ঞাপন দেয় শ্রীলঙ্কা সরকার। আর চোখ কপালে উঠেছে তারপরেই। বিজ্ঞাপন দেখে ওই পদের জন্য আবেদন করেছেন এক আমেরিকানসহ মোট ১০২ জন!
স্থানীয় একটি পত্রিকায় ইংরেজিতে প্রকাশিত বিজ্ঞাপনে জানানো হয়, ‘ভালো নৈতিক চরিত্র’এবং ‘মানসিকভাবে শক্তিশালী’ব্যক্তিদের থেকে জল্লাদ পদের জন্য আবেদন চাওয়া হয়েছে। বেতন বাংলাদেশি টাকায় প্রায় ৪৫ হাজার টাকার কাছাকাছি।
মোট ১০২ জন সেই বিজ্ঞাপন দেখে আবেদন করেছেন ওই পদের জন্য। তার মধ্যে আছেন এক আমেরিকানও। তবে বিদেশিরা এই চাকরির যোগ্য না হওয়ায়, তাঁর আবেদন বাতিল করা হয়েছে।