১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ান উড়োজাহাজ বিধ্বস্ত

ইথিওপিয়ান এয়ারলাইন্সের এক যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আদ্দিস আবাবা থেকে নাইরোবি যাওয়ার পথে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

- Advertisement -

রোববার (১০ মার্চ) স্থানীয় সময় সকালে বিধ্বস্ত হয়েছে বলে সংস্থার এক মুখপাত্র জানিয়েছে। বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিতে ১৪৯ যাত্রী ও আটজন ক্রু ছিল।

- Advertisement -google news follower

ইথিওপিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট ইটি ৩০২ রাজধানী আদ্দিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বিশোফতু শহরে বিধ্বস্ত হয়েছে। আদ্দিস আবাবার বোলে বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৩৮ মিনিটে এটি উড্ডয়ন করে। ৮টা ৪৪ মিনিটের দিকে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

উড়োজাহাজ সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, খোঁজ ও উদ্ধার অভিযান অব্যাহত আছে। কেউ বেঁচে আছে কিনা কিংবা সম্ভাব্য হতাহত সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই।

- Advertisement -islamibank

আঞ্চলিক উড়োজাহাজ সংস্থাগুলোর মধ্যে সরকারি মালিকানাধীন ইথিওপিয়ান এয়ারলাইন্সের উড়োজাহাজগুলো সবচেয়ে বড়। সর্বশেষ ২০১০ সালের জানুয়ারিতে বৈরুত থেকে আসা সংস্থার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছিল।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM