বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে আরসিবিসি’র মামলা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় উল্টো বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধেই মামলা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক।

- Advertisement -

মঙ্গলবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

- Advertisement -google news follower

খবরে বলা হয়েছে, ভিত্তিহীন অভিযোগে রেজাল ব্যাংকের ‘মানহানি’ অভিযোগ এনে এমামলা করা হয়েছে। এতে ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি পেসো বা ১৯ লাখ মার্কিন ডলার দাবি করা হয়েছে।

খবরে আরো বলা হয়, আরসিসির সুনাম ও ভাবমূর্তির ওপর বারবার ‘অশুভ আক্রমণ’ চালানো হচ্ছে। এতে তাদের মানহানি ঘটেছে।

- Advertisement -islamibank

২০১৬ সালের প্রথম দিকে হ্যাকিংয়ের মাধ্যমে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের রিজার্ভের অর্থ চুরি হয়ে যায়। এ ঘটনায় চুরি যাওয়া অর্থ উদ্ধারের জন্য ২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের আদালতে আরসিবিসির বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংক।

তবে এ ব্যাপারে রয়টার্সের কাছে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জয়নিউজ/অভিজিত/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM