নগরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

গাড়ির হেলপার ইব্রাহিম হত্যা মামলার প্রধান আসামি মো. জুয়েলকে (২০) গ্রেপ্তার করেছে সদরঘাট থানা পুলিশ।

- Advertisement -

গ্রেপ্তার মো. জুয়েল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া কর্নেল বাজার এলাকার শফিকুল ইসলামের ছেলে।

- Advertisement -google news follower

মঙ্গলবার (১২ মার্চ) সকালে আলকরণ এলাকা থেকে জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -islamibank

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, জুয়েল মামলার এজাহারভুক্ত আসামি। জুয়েলই ইব্রাহিমকে ছুরিকাঘাত করেছিল। এর আগে যারা গ্রেপ্তার হয়েছে তাদের কয়েকজনের জবানবন্দিতে এ তথ্য এসেছে।

সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রুহুল আমীন জানিয়েছেন, ইব্রাহিম হত্যাকাণ্ডে জড়িত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও যারা জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টার দিকে নগরের ইসলামিয়া কলেজের মোড়ে নীল হোটেলের সামনে ইব্রাহিমকে একা পেয়ে প্রতিপক্ষ এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়নিউজ/রুবেল/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM