স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আগমনকে কেন্দ্র করে সাজানো হয়েছে রাউজানকে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সরেজমিনে দেখা গেছে, রাউজান থানা ভবন, উপজেলা পরিষদ ভবনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পরিষ্কার করে ও রং লাগানোসহ বিভিন্ন সড়কে নির্মাণ করা হয়েছে কয়েক শতাধিক তোরণ।
স্বরাষ্ট্রমন্ত্রী রাউজান হাইওয়ে থানা, রাউজান থানা, উপজেলা পরিষদ ভবন পরিদর্শন করবেন।
দুপুরে রাউজান উপজেলা এ কে এম ফজলুল কবির চৌধুরী অডিটেরিয়ামে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সভা শেষে রাউজান রাবার বাগান গিরিছায়া পরিদর্শন করবেন ।
বিকেলে রাউজানে নবনির্মিত পূর্বগুজরা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় ও পূর্বগুজরা পুলিশ তদন্ত ফাঁড়ি উদ্বোধন করবেন।
এ দিকে পাহাড়তলী ইউনিয়নের ফায়ার সার্ভিস স্টেশন, সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের ভবন নির্মাণ ও নোয়াপাড়ায় দক্ষিণ রাউজান থানা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন এবং শেখ কামাল অডিটেরিয়াম কমপ্লেক্স ভবন পরিদর্শন করবেন বলে রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা জানিয়েছেন।
এতে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি ।