“প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো বিলাইছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে।
বুধবার (১৩ মার্চ) দিবসটি উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চংঙ্গ্যা।
উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিলেশ চাকমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআরসির ইন্সট্রাক্টর মোঃ বখতেয়ার হোসেন, ১নং বিলাইছড়ি ইউপির চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, এটিইও রুপময় চাকমা ও উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সুনীতি ভট্টাচার্য।
বক্তব্য রাখেন কুতুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মনিশা দেওয়ান ও দীঘলছড়ি সরকারি আবাসিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন তঞ্চঙ্গ্যা।
সহকারী প্রাথমিক শিক্ষক বিপ্লব বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রুপময় চাকমা।
এর আগে সকালে দিবসটিকে ঘিরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের অংশগ্রহণে এক র্যালির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ মিলনায়তন থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।