পেশাগত দায়িত্ব পালনের সময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও দৈনিক প্রথম আলোর ফটো সাংবাদিক জুয়েল শীলকে লাঞ্ছিতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ।
বুধবার (১১ মার্চ) সিইউজে সভাপতি নাজিমুদ্দীন শ্যামল ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস এক বিবৃতিতে এ নিন্দা জানান।
এদিকে চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ফটো সাংবাদিক দিদারুল আলম ও সাধারণ সম্পাদক হাবিবুর রব এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা দায়ী বায়েজিদ থানার এএসআই শরিফুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উল্লেখ, এদিন বিকেল তিনটার দিকে নগরের বায়েজিদে এক নারী গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন গার্মেন্টস শ্রমিকরা। সেখানে পেশাগত দায়িত্ব পালন করতে উপস্থিত হন ফটো সাংবাদিক জুয়েল শীল। তিনি বিক্ষুব্ধ শ্রমিকদের ছবি তুলছিলেন। এসময় বায়েজিদ থানার এএসআই শরিফুলের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য এসে জুয়েলের ওপর চড়াও হয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।