নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে হামলার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন নারী এবং তিনজন পুরুষ।
ডিনস এভে অবস্থিত মসজিদ আল নুর এবং লিনউড এভের লিনউড মসজিদে গোলাগুলির ঘটনায় ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
হামলা চালানোর সময় সামাজিক মাধ্যমে লাইভে ১৭ মিনিট ধরে ওই হামলার ভিডিও প্রচার করে হামলাকারী। হামলাকারী নিজেকে ব্রেনটন ট্যারেন্ট বলে পরিচয় দিয়েছেন।
২৮ বছর বয়সী অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত শ্বেতাঙ্গ তিনি।
নিউ প্লাইমাউথে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জেসিনডা অ্যাডার্ন হামলার ঘটনাকে নিউজিল্যান্ডের জন্য একটি অন্ধকার দিন উল্লেখ করে একে চরম এবং নজিরবিহীন সহিংসতা বলে আখ্যায়িত করেছেন।
হামলার পরপরই সেখানে নিরাপত্তা জোরদার করা হয়। পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। হামলায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।