প্রতীক পেয়ে প্রচারণায় কক্সবাজার সদরের প্রার্থীরা

কক্সবাজার সদর উপজেলায় ৩১ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা প্রতীক পাবার পরপরেই আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নেমে পড়েছেন।

- Advertisement -

শুক্রবার (১৫ মার্চ) জুমার নামাজের পরেই বিভিন্ন মসজিদের সামনে ভোটারদের সঙ্গে প্রচারণা চালাচ্ছেন এবং ভোটারকে বোঝাচ্ছেন নিজ প্রতীকে ভোটারের মূল্যবান ভোটটি নিজ প্রতীকে দেওয়ার জন্য।

- Advertisement -google news follower

প্রার্থীরা নির্বাচিত হলে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানেরও প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন ভোটারদের মাঝে। ভোটাররাও প্রার্থীদের মন রক্ষা করার জন্য প্রার্থীদের ভোট দিবেন বলে আশা দিচ্ছেন।

এদিকে ১৪ মার্চ সকালে শহরের হিল ডাউন সার্কিট হাউজের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার ও অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান মোল্লা। ১৭ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৫ জন চেয়ারম্যান, ৯ জন ভাইস চেয়ারম্যান এবং ৩ জন সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।

- Advertisement -islamibank

প্রতীক প্রাপ্তদের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল পেয়েছেন (নৌকা), স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কক্সবাজার পৌরসভার চারবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য নুরুল আবছার (ঘোড়া), জামায়াত নেতা আব্দুল্লাহ্ আল মোর্শেদ (মোটর সাইকেল), শ্রমিক নেতা মো. সেলিম আকবর (আনারস) এবং জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত আতিকুর রহমান পেয়েছেন (লাঙল) প্রতীক পেয়েছেন।

৯ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে কক্সবাজার জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন তানিম (উড়োজাহাজ), ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিক লীগের সভাপতি আমজাদ হোসেন ছোটন (টিউবওয়েল), কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক রশিদ মিয়া (বই), কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক প্রয়াত তোফায়েল আহমেদের ছেলে কাজী রাসেল (গ্যাস সিলিন্ডার), কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য আবদুর রহমান (পালকি), ইসলামাবাদ ইউপি সাবেক সদস্য বাবুল কান্তি দে
(মাইক), হাসান মুরাদ আনাচ (টিয়া পাখি), কাইয়ুম উদ্দিন (চশমা) এবং কামাল উদ্দিন (তালা) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

সংরক্ষিত নারী ভাইস ৩ চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান হেলেনাজ তাহেরা (প্রজাপতি), কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা হামিদা তাহের (ফুটবল) এবং জেলা যুব মহিলা লীগের সভানেত্রী আয়েশা সিরাজ (পদ্মফুল) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

জয়নিউজ/শামীম/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM