শনিবার দেশে ফিরছেন টাইগাররা

নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় বাতিল হয়েছে সফররত বাংলাদেশের সঙ্গে তাদের তৃতীয় টেস্ট ম্যাচটি। তাই বাংলাদেশ সময় শনিবার ভোরেই দেশের উদ্দেশে রওনা দিচ্ছেন টাইগাররা। শুক্রবার বিকেলে এ তথ্য জানিয়েছে বিসিবি।

- Advertisement -

সূত্র মতে, বাংলাদেশ সময় রাত রাত ১০টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে টিম বাংলাদেশ। একই ফ্লাইটে দলের সবাই ফিরবে বলে নিশ্চিত করেছেন টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট।

- Advertisement -google news follower

একরকম দ্বিতীয় জীবন নিয়ে শনিবার মাতৃভূমিতে ফিরছেন মাহমুদুল্লাহ রিয়াদের দল।

প্রসঙ্গত, নিউজিল্যান্ড স্থানীয় সময় শুক্রবার দুপুর দেড়টার দিকে ক্রাইস্টচার্চের মসজিদ আল নূরে এ সন্ত্রাসী হামলা হয়।

- Advertisement -islamibank

ওই মসজিদেই নামাজ পড়তে যাচ্ছিলেন তামিম-মিরাজরা। প্রবেশের মুহূর্তে স্থানীয় এক পথচারি তাদের মসজিদে ঢুকতে নিষেধ করেন। বলেন, এখানে সন্ত্রাসী হামলা হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েন খেলোয়াড়েরা।

পরে টিম বাসে করে হ্যাগলি ওভাল স্টেডিয়ামে অবস্থান নেন। বর্তমানে তারা হোটেলে অবস্থান করছেন। এদিকে সন্ত্রাসী হামলার পর থেকেই টাইগারদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছিল।

প্রসঙ্গত, ওই হামলায় বাংলাদেশে তিনজনসহ কমপক্ষে ৪৯ জন নিহত হন। আহত হন অনেকে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

জয়নিউজ/অভিজিত/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM