সাতকানিয়া-লোহাগাড়া থেকে নির্বাচিত সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী বলেছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। হালাল রুজি গ্রহণের মাধ্যমে দুনিয়ার কল্যাণ ও আখেরাতে মুক্তি নিশ্চিত করতে হবে।
শনিবার (১৬ মাচর্) রিয়াজউদ্দিন বাজার প্যারামাউন্ট সিটি শপিং মলে সুবিশাল পাঞ্জাবি ও শেরওয়ানির সমাহার নিয়ে প্রতিষ্ঠিত রাজস্থানের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ নদভী এসব কথা বলেন।
তিনি বলেন, পাঞ্জাবি-শেরওয়ানি হচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী পোশাক। বাহারি পোশাকের মধ্যে পাঞ্জাবি সেরা। এই পাঞ্জাবিকে ব্র্যান্ডিং করার জন্য রাজস্থান অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তামাকুমণ্ডি লেইন বনিক সমিতির সাবেক সভাপতি আবদুল মোতালেব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চেম্বারের পরিচালক ও জয়নিউজ সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপন। খতমে বোখারী পরিচালনা করেন চবি’র অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার, বায়তুশ শরফ মজলিসুল ওলামার মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নুরী, তামাকুমণ্ডি লেইন বনিক সমিতির সভাপতি শামসুল আলম, প্যারামাউন্ট সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি সালেহ আহমদ সোলেমান, অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ সলিমুল্লাহ, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আনোয়ার হোসাইন আল আজহারী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজস্থানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু কাউসার। বিশেষ অতিথি ছিলেন তামাকুমণ্ডি লেইন বনিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ কবির দুলাল, সাবেক সভাপতি আবদুল খালেক, সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, জসিম উদ্দিন, আবদুল মাবুদ, নুরুল আলম, ফয়েজ আহমদ লিটন, মনসুর আলম চৌধুরী, কামাল উদ্দিন, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহমদ হোসাইন, বেলায়েত হোসেন, জানে আলম, ছরওয়ার কামাল, আবদুল আলিম, সাহাদাত হোসেন, মো. শাহেদ, লোহাগাড়া যুবলীগ নেতা সাইফুল হাকিম, জাফর ইকবাল প্রমুখ।