স্কুলছাত্র শামীদ অপহরণের ঘটনায় গ্রেপ্তার ১

নগরের মুসলিম হাইস্কুলের ছাত্র শামীদ অপহরণের ঘটনায় মো. জসিম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জসিম।

- Advertisement -

সোমবার (১৮ মার্চ) বিকেলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালতে জসিম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

- Advertisement -google news follower

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জয়নিউজকে জানান, রোববার (১৭ মার্চ) দিবাগত রাতে বাকলিয়া থানার মাস্টারপুল খেজুরতলী এলাকা থেকে জসিমকে গ্রেপ্তার করা হয়। আদালতে তাকে হাজির করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

জসিম কুমিল্লা জেলার দেবিদ্বার মাইজপাড়া এলাকার রবিউল্লাহর ছেলে বলে জানান এ কর্মকর্তা।

- Advertisement -islamibank

উল্লেখ, সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ২৪ জানুয়ারি ষষ্ঠ শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম শামীদকে অপহরণ করা হয়। পরে তার বাবার কাছ থেকে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে পুলিশি তৎপরতায় দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয় শামিদকে।

জয়নিউজ/ফয়সাল/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM