মাছে ভেজাল দিলে দুই বছরের কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন আসছে। আইনটি কার্যকর করতে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিলটি অনুমোদন করেছে মন্ত্রী পরিষদ। এর আওতায় মাছ ও মাছজাত পণ্যে ভেজাল বা প্রস্তাবিত আইন অনুযায়ী অন্য কোনো অপরাধের শাস্তি বাড়িয়ে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “বিলের ২০ ধারা অনুযায়ী, আদালত আসন্ন আইন ও এর বিধানের আওতায় অপরাধের জন্য যে কাউকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা সর্বাধিক পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দিতে পারবে।”
বর্তমানে কার্যকর থাকা মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮৩ অনুযায়ী শাস্তি সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা, জানান সচিব।