বাঘাইছড়ির হামলা পূর্বপরিকল্পিত: সিইসি

রাঙামাটির বাঘাইছড়িতে নির্বাচনি বহরে গুলির ঘটনা তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

- Advertisement -

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

- Advertisement -google news follower

সিইসি বলেন, এ ঘটনায় কারা দায়ী, কেন এই ঘটনা ঘটল- আমরা এখনো জানি না। পুলিশি তদন্তের পর সব জানা যাবে। এ ব্যাপারে পুলিশ তৎপর আছে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপত্তার বিষয়ে সিইসি বলেন, কোনো গাফিলতি ছিল না। আমরা সতর্ক ছিলাম। আইন-শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত ছিল।  এ হামলা পূর্বপরিকল্পিত। এতে পুলিশও আহত হয়েছে।

- Advertisement -islamibank

এর আগে সিইসি চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান ও জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন।

জয়নিউজ/কাউছার/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM