‘সুস্থ সংস্কৃতি হোক মানবিক সমাজ গঠনের হাতিয়ার’-এ প্রতিপাদ্যকে ধারণ করে ২৯ বছরপূর্তি উৎসব ২০১৯ আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন অঙ্গন।
বৃহস্পতিবার (২১ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের জারুল তলায় উৎসবটি অনুষ্ঠিত হবে।
দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে বর্ষপূর্তির র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড. রাহমান নাসির উদ্দিনের লেখা ‘বাতিলের ঘরবসতি’ নাটক।
চবি নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ও অঙ্গন’র প্রেসিডেন্ট অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় আলোচক হিসেবে থাকবেন কলা ও মানববিদ্যা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. সেকান্দার চৌধুরী, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক হোসাইন কবির, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল বিভাগের অধ্যাপক ড. মো. দানেশ মিয়া এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. সুমন গাঙ্গলি। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে অনুরোধ করেছেন অঙ্গন’র সাধারণ সম্পাদক পলাশ কুমার দত্ত।