শুদ্ধ সঙ্গীতের ধারাকে চলমান রাখার প্রত্যয়ে ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাগীশ্বরী সঙ্গীতালয়।
সোমবার (১৮ মার্চ) বিকাল সাড়ে ৪টায় জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
সংগঠনের সভাপতি কৈলাশ বিহারী সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত গুণী কথামালা ও মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত, সরকারি সিটি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. হরিশংকর জলদাস। ডা. সুপণ বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক।
স্বাগত বক্তব্য দেন বাগীশ্বরী সঙ্গীতালয়ের পরিচালক ও সঙ্গীত প্রশিক্ষক রিষু তালুকদার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রাউজান সাহিত্য পরিষদের সভাপতি মহিউদ্দিন ইমন, অনুষ্ঠানের আহ্বায়ক যীশু সেন, পলাশ দে, প্রকৌশলী সুমন সেন, লায়ন ডা. প্রণব রঞ্জন বিশ্বাস, ডা. অঞ্জন কুমার দাশ, দোলন দাশ, টিটন ধর, দীপন দাশ প্রমুখ।