উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে হত্যার প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতাল ও অবরোধ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) থেকে এ হরতালের ডাক দেয় উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এর আগে সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যার হত্যার প্রতিবাদে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মঙ্গলবার এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে হরতাল এবং অবরোধের ঘোষণা দেওয়া হয়।
বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী হরতালের সত্যতা স্বীকার করে জয়নিউজকে বলেন, এই ঘটনায় এখনো কোনো মামলা হয় নাই বলে জানান।