চাকসু নির্বাচন শিগগির, নীতিমালা প্রণয়নের উদ্যোগ

দীর্ঘ ২৮ বছর পর হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। ডাকসু নির্বাচনের সপ্তাহের ব্যবধানে চাকসুতেও ভোট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন।

- Advertisement -

জানা যায়, চাকসু নির্বাচনের নীতিমালা অনেক পুরানো। তাই সাম্প্রতিক সময়ে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রণীত নীতিমালা বিশ্লেষণ করে চাকসু নির্বাচনের নীতিমালা প্রণয়ন করা হবে।

- Advertisement -google news follower

এ লক্ষ্যে বৃহস্পতিবার (২১ মার্চ) নির্বাচনের নীতিমালা প্রণয়ন কমিটি গঠনের কথা রয়েছে।

বুধবার (২০ মার্চ) প্রভোস্টদের নিয়ে এক সভায় চাকসু নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেয় চবি কর্তৃপক্ষ।

- Advertisement -islamibank

এ বিষয়ে চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী জয়নিউজকে জানান, আমরা সিদ্ধান্ত নিয়েছি চাকসু নির্বাচন করব। আমাদের নীতিমালাগুলো অনেক পুরানো, তাই এ সংক্রান্ত নীতিমালা প্রণয়নের জন্য আগামীকাল (বৃহস্পতিবার) একটি কমিটি গঠন করা হবে। নীতিমালা হওয়ার পরে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে।

জয়নিউজ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM