নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে নারকীয় হত্যাকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মধ্যে দু’জনের দাফন সম্পন্ন হয়েছে। বাকি তিনজনের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
নিউজিল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান জানান, শুক্রবার (২২ মার্চ) জুমার নামাজের পর অন্য মরদেহের সঙ্গে বাংলাদেশি ৫ জনের জানাজাও অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আবদুস সামাদ ও সিলেটের ফরিদ আহমেদের স্ত্রী হোসনে আরা আহমেদের মরদেহ সেখানেই দাফন করা হয়।
গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা চালিয়ে ৫০ মুসল্লিকে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হন আরও ৪৮ জন।
জয়নিউজ/আরসি