বান্দরবানের রুমায় জনসংহতি সমিতির (জেএসএস) ৩ নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
সোমবার (২৫ মার্চ) সকালে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার রুমা বাজার থেকে জনসংহতি সমিতির (জেএসএস) রুমা উপজেলা ভূমি বিষয়ক সম্পাদকসহ ৩ নেতাকে আটক করে সেনাবাহিনী।
আটকরা হলেন- ভূমি বিষয়ক সম্পাদক ক্যসা প্রু’, সহসভাপতি থুয়াইচা নু ও সদস্য লারেম বম।
সম্প্রতি উপজেলা নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রিসাইডিং অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে।
তবে বিষয়টি অস্বীকার করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, নির্বাচন সংশ্লিষ্ট কোনো বিষয় নয়। তাদের পূরনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনী আটকের পর তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছেন।