দিনের আলো শেষে যখন রাতের শুরু ঠিক তখনি প্রদীপ জ্বালিয়ে ২৫ মার্চ কালো রাতে পাকিস্তনী বর্বরদের গুলিতে নিহত শহীদদের স্মরণ করেছে চট্টগ্রামের সামাজিক সংগঠন বোধন।
মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ‘আধাঁর ভেঙে আলোর নতুন যাত্রা’ এই স্লোগানে অনুষ্ঠান শুরু হয়।
সন্ধ্যে সাড়ে ছয়টায় শহীদদের স্মরণের পর মুক্তিযুদ্ধের কবিতাপাঠ করে বোধন আবৃত্তি পরিষদ ও বন্ধু সংগঠনের শিল্পীরা। এছাড়া বন্ধু সংগঠন তারুণ্যের উচ্ছ্বাসের আরমান হাফিজ, উচ্চারক আবৃত্তি কুঞ্জের পুনম দত্ত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি মঞ্চের ফরহাদ হাসান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে কবিতা আবৃত্তি করেন।
এরপর শহীদদের স্মরণে কথামালার আয়োজন করা হয় । এতে অংশ নেন , চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল ও আবৃত্তিশিল্পী দেবাশীষ রুদ্র।
অনুষ্ঠানের এ পর্যায়ে আবৃত্তিশিল্পী ও নির্দেশক সঞ্জয় পালের গ্রন্থণা ও নির্দেশনায় ‘মিছিলের রাজপথ’ পরিবেশন করেন বোধনের শিল্পীরা।পুরো আয়োজনের সঞ্চালনায় সংগঠনের আবৃত্তিশিল্পী সাংবাদিক অনুপম শীল।
জয়নিউজ/আজিজ