চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ২০২১ সালের মধ্যে নগরবাসীর শতভাগ পানির চাহিদা পূরণের লক্ষ্যে কাজ করছে চট্টগ্রাম ওয়াসা।
বৃহস্পতিবার (২৮ মার্চ) হোটেল রেডিসন ব্লু তে চট্টগ্রাম ওয়াসা গ্রাহক সেবা সম্পর্কিত সচেতনতা বাড়াতে ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমানে মোট চাহিদার প্রায় ৭০ শতাংশ সেবা নিশ্চিত করছে ওয়াসা উল্লেখ করে মেয়র বলেন, বর্তমানে যেসব প্রকল্প চলমান, সেগুলোর কাজ শেষ হলে নগরবাসীর শতভাগ পানির চাহিদা মেটাতে পারবে ওয়াসা।
প্রকল্প বাস্তবায়নে ধীরগতি ও দীর্ঘসূত্রিতা নিয়ে জনবিভ্রান্তি দূরীকরণে তিনি গনমাধ্যমের কার্যকর ভূমিকা প্রত্যাশা করে মেয়র বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকারী সেবা সংস্থাসমূহের সমন্বয় সাধনের মাধ্যমে জনদুর্ভোগ দূরীকরণে গণমাধ্যমের পরামর্শমূলক প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ, বাণিজ্যিক মহাব্যবস্থাপক পীষূষ দত্ত, প্রধান প্রকৌশলী ইয়াকুব সিরাজ-উদ্দৌলা প্রমুখ।