যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আদালত থেকে ফেরার পথে পুলিশকে মদ খাইয়ে পালিয়েছে। ভারতের উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ রাজ্যে এ ঘটনা ঘটে। আইন-শৃঙ্খলা নিয়েও রীতিমতো ঠাট্টা করছে সবাই।
বৃহস্পতিবার (২৮মার্চ) মেরঠের এই ঘটনায় ৬ পুলিশসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার শুনানির জন্য ফতেহগড় কেন্দ্রীয় জেল থেকে গাজিয়াবাদ আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল বদন সিংহ নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক অপরাধীকে।
আদালত থেকে ফেরার পথে মেরঠের একটি পানশালায় পুলিশকে মদ খাওয়ার প্রস্তাব দেয় বদন। প্রস্তাব মেনেও নেয় পুলিশ। পানশালায় পুলিশদের মদ খাওয়ার ফাঁকেই পালিয়ে যায় বদন।
উত্তরপ্রদেশের অপরাধ জগতে বদন সিংয়ের বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, ডাকাতিসহ মোট ১০টি মামলা রয়েছে। ১৯৯৬ সালে এক আইনজীবীকে খুনের দায়ে গত বছর থেকে জেল খাটতে শুরু করে বদন।
ভয়ঙ্কর এ অপরাধীর পালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন পুলিশ।