ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার তানিওয়াগা গ্রামে ফের শুরু হয়েছে গোলাগুলি। গোপন সূত্রের ভিত্তিতে জঙ্গি উপস্থিতির কথা জানতে পেরে অভিযান শুরু করে পুলিশ।
শনিবার (৩০ মার্চ) ভোর হতে না হতেই শুরু হয় পুলিশ-জঙ্গি পাল্টাপাল্টি গোলাগুলি। এ ঘটনায় নিহতের খবর পাওয়া যায়নি। তবে আহত হয়েছে বেশ কয়েকজন। ঘটনার পর থেকে সমগ্র তানিওয়াগা গ্রাম ঘিরে রেখেছে সেনাবাহিনী ও পুলিশ। শুরু হয়েছে তল্লাশি।
শুক্রবার (২৯ মার্চ) ওই রাজ্যে প্রশাসনের সঙ্গে পাল্টাপাল্টি গুলিতে প্রাণ যায় তিন জঙ্গির। একইদিন ওই এলাকা থেকে আটক করা হয় এক জঙ্গিকে। হামলায় মৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি আমেরিকান এম-৪ স্নাইপার ও একে ৪৭ রাইফেল। সেনা সূত্র জানিয়েছে, অত্যাধুনিক এম-৪ স্নাইপার পাকিস্তানে বেশি ব্যবহৃত হয়।