বাংলাদেশ ও ভারতের নারী উদ্যোক্তাদের উন্নয়নে যৌথভাবে কাজ করবে চট্টগ্রাম উইম্যান চেম্বার ও ইন্ডিয়ান ইকোনোকিম ট্রেড অর্গানাইজেশান (আইইটিও)।
সম্প্রতি ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত এশিয়ান আরব এ্যাওয়ার্ড অ্যান্ড কনফারেন্স ২০১৯-এ চট্টগ্রাম উইম্যান চেম্বারের সভাপতি ড. মনোয়ারা হাকিম আলী ও এশিয়ান আরব চেম্বারের সভাপতি প্রিন্সেস ফ জাহানারার সমঝোতা স্মারক অনুষ্ঠানে এমন তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ইকোনোকিম ট্রেড অর্গানাইজেশানের সভাপতি ড. আসিফ ইকবাল, চট্টগ্রাম উইম্যান চেম্বারের সিনিয়র সহসভাপতি আবিদা মোস্তফা।
সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় দেশের নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক ক্ষেত্র বৃদ্ধি, নতুন ব্যবসার সুযোগ সৃষ্টিসহ পেশাগত দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ ও ব্যবসায়িক উন্নয়ন বিষয়ে গবেষণা পরিচালনা করা হবে।