আজ পবিত্র শবে মেরাজ

আজ বুধবার (৩ এপ্রিল) পবিত্র শবে মেরাজ। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -

আরবী রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে শবে মেরাজ পালিত হয়। বুধবার রজব মাসের ২৬ তারিখ।

- Advertisement -google news follower

ইসলাম ধর্মমতে, লাইলাতুল মেরাজ বা মেরাজের রাত শবে মেরাজ হিসেবে আখ্যায়িত হয়। হযরত মুহাম্মদ (সা.) নবুওয়ত প্রাপ্তির একাদশ বছরের (৬২০ খ্রিস্টাব্দ) রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে হযরত জিবরাইল (আ.)-এর সঙ্গে পবিত্র কা’বা থেকে পবিত্র বায়তুল মুকাদ্দাস হয়ে সপ্তাকাশের ওপর আরশে আজিমে আল্লাহর দিদার লাভ করেন।

মুসলমানরা এবাদত-বন্দেগির মধ্য দিয়ে এই রাতটি পালন করেন। ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে। কেন না এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক (ফরজ) করা হয়। এই রাতেই দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ মুসলমানদের জন্য নিয়ে আসেন নবী মুহাম্মদ (সা.)।

- Advertisement -islamibank

জয়নিউজ/অভিজিত/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM