চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উদ্বোধনের ৩ বছর পরও জননেত্রী শেখ হাসিনা হল খুলে না দেওয়ায় বিক্ষোভ করেছে ছাত্রীরা। এ সময় ক্যাম্পাসে চলমান একটি অনুষ্ঠানের সামনে গিয়ে স্লোগান দিতে থাকে তারা। পরে চবি উপাচার্যের মৌখিক প্রতিশ্রুতিতে জাদুঘরের সামনে অবস্থান নেয় আন্দোলনরত ছাত্রীরা।
বুধবার (৩ এপ্রিল) উপাচার্য কার্যালয় ও ওই হলের প্রভোস্ট বরাবর একটি স্মারকলিপিও দেয় তারা। কিন্তু প্রভোস্ট স্মারকলিপি গ্রহণ না করায় তারা বিক্ষোভ শুরু করে। এ সময় ছাত্রীরা ‘অন্য হলে সিট খুঁজি, আমরা কি সব রিফিউজি’, ‘আমাদের হাসিনা হল, খুলে দাও খুলে দাও’ বলে স্লোগান দিতে থাকে।
চবি প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভটি শুরু হয়ে কলা ঝুপড়ির কাছে জারুলতলার সামনে আসে। সেখানে কলা ও মানববিদ্যা অনুষদের সম্মিলিত নবীনবরণ অনুষ্ঠান চলছিল। সেখানে উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এক সপ্তাহের মধ্যে হলটি খুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
জয়নিউজ/নবাব/পলাশ/আরসি