পাঁচ দিন ঈদের ছুটি কাটিয়ে আজ থেকে শুরু হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কার্যক্রম। ঈদ ও সাপ্তাহিক ছুটির পর প্রথম কর্মদিবসে সূচকের পরিমাণ বাড়লেও কমেছে আগের চেয়ে লেনদেনের পরিমাণ।
দিনশেষে লেনদেন হয়েছে ২০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার। যা আগের তুলনায় ৭ কোটি ৪৮ লাখ টাকা কম। ঈদের ছুটির আগে শেষ কার্যদিবসে সোমবার (২০ আগস্ট) লেনদেনের পরিমাণ ছিল ২৮ কোটি ৪৫ লাখ টাকা।
অন্যদিকে সিএসসিএক্স মূল্য সূচক ৮৮ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৪৫০ দশমিক ৯১ পয়েন্ট। সার্বিক সূচক সিএএসপিআই ১৪৬ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ২৫৭ দশমিক ৬৯ পয়েন্টে অবস্থান করছে।
২৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছে ১৪৮ টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি শেয়ারের দর।