রাউজানে আরজু আকতার (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শ্বশুরবাড়ির পক্ষ থেকে আত্মহত্যা বলা হলেও নিহতের পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
আরজু রাঙ্গুনিয়া উপজেলার পাহাড়তলী ঘোনা পুলিশ ক্যাম্প এলাকার আবদুল শুক্কুরের মেয়ে ও অটোরিকশাচালক এনামের স্ত্রী।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলার ৪নং গহিরা ইউনিয়নের ধলইনগর পূর্ব মাঝের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, বসতঘরের ওড়নায় ফাঁস দেওয়া অবস্থায় দেখে আরজুকে রাউজানের গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসের তার শ্বশুরবাড়ির লোকজন। সেখানে দায়িত্বরত চিকিৎসক আরজুর মৃত্যু হয়েছে বলে জানালে তারা লাশ হাসপাতালে ফেলে চলে যাস। আরজুর ৭ মাস বয়সের একটি মেয়ে আছে।
আরজুর বাবা আবদুল শুক্কুর অভিযোগ করেন, আমার মেয়েকে তার স্বামী এনাম, শাশুড়ি ফিরোজা আকতার ও ননদ রিংকু মিলে শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যা করেছে বলে প্রচারণা চালাচ্ছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।
রাউজান থানার সেকেন্ড অফিসার এসআই নুর নবী বলেন, আরজু আকতারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।