উত্তাপ ইলিশে

পহেলা বৈশাখ উপলক্ষে বেড়েছে ইলিশের চাহিদা। স্থিতিশীল রয়েছে সবজি, মাছ ও মাংসের দাম। ব্যবসায়ীরা বলছে, পর্যাপ্ত সরবরাহ থাকায় বাজারে পণ্যের দাম স্বাভাবিক আছে।

- Advertisement -

শুক্রবার (৫ এপ্রিল) নগরের কাজির দেউড়ি, দেওয়ান বাজার, রিয়াজউদ্দিন বাজার ও চকবাজার কাঁচাবাজারে গিয়ে এ তথ্য মিলে।

- Advertisement -google news follower

বর্ষবরণ উৎসব যত এগিয়ে আসছে, ততই উত্তাপ বাড়ছে রুপালি ইলিশের দামে। ক্রেতাদের অভিযোগ, পহেলা বৈশাখে পান্তা-ইলিশের প্রধান অনুষঙ্গ ইলিশের ‘নগরকেন্দ্রিক’ চাহিদাকে পুঁজি করে ফায়দা লুটছে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। এজন্যই ইলিশের দাম চড়া।

কাজির দেউড়ি বাজারে প্রতি কেজি পেঁপে ৩০ টাকায়, টমেটো ৩৫ টাকায়, বেগুন ৩০ টাকায়, আলু ১৫ টাকায়, কাঁচামরিচ ৩০ টাকায়, পটল ৭০ টাকায়, কাকরোল ১৫০ টাকায়, শসা ৪০ টাকায়, গাজর ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

- Advertisement -islamibank

অপরিবর্তিত আছে মাছের দাম। মাছের বাজারে প্রতি কেজি ইলিশ ৬০০ থেকে ১ হাজার টাকায়, শিং ৪২০ টাকায়, রুই ৩৫০ টাকা, পাবদা ৬০০ টাকায়, টেংরা ৭০০ টাকায়, কৈ ২০০ টাকায়, তেলাপিয়া ২৫০ টাকায়, চিংড়ি ৫০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, সোনালি মুরগি ৩৫০ টাকায়। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকায় এবং খাসির মাংস ৮৫০ টাকায়।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM