দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানলে একজনের মৃত্যু হয়েছে। চার হাজারের বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। দেশজুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা।
দাবানল থেকে লোকজনকে সরিয়ে নিতে কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। উত্তর কোরিয়া সীমান্তের কাছে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় পাহাড়ি এলাকাজুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের কারণে বেশ কিছু এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। শত শত বাড়িঘর ভস্মীভূত হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে আগুনের সূত্রপাত ঘটে। রাজধানী সিওলের উত্তর-পূর্বাঞ্চলীয় গ্যাংউন প্রদেশের গোসেওংয়ের কাছে একটি ট্রান্সফরমারের বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। পরে সেখান থেকেই দাবানলের সৃষ্টি।
তীব্র বাতাসের কারণে আগুন পাহাড়ি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। ওই এলাকাতেই গত বছরের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়।
দেশের এ পরিস্থিতিতে জরুরি বৈঠক ডেকে প্রেসিডেন্ট মুন জ্যা ইন আগুন নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
জয়নিউজ/আরসি