এক মাস সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার পর শুক্রবার (৫ এপ্রিল) হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি হাসপাতাল থেকে পায়ে হেঁটে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান। এ সময় তিনি কারো সাহায্য ছাড়াই একটি কালো গাড়িতে ওঠেন।
শুক্রবার সিঙ্গাপুর সময় বিকাল ৩টার দিকে ছাড়পত্র পেয়ে সোয়া ৩টায় দিকে ওবায়দুল কাদের হাসপাতাল ছাড়েন বলে জানিয়েছেন মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাসের টিপু।
তিনি জানান, হাসপাতালের পাশেই তার জন্য বাসা ভাড়া করা হয়েছে। তিনি সেখানেই উঠেছেন। ফলোআপ ট্রিটমেন্টের জন্য চিকিৎসকের তত্ত্বাবধানে সেখানে থাকবেন তিনি।
চিকিৎসকের অনুমতি মিললে শিগগিরই তাকে দেশে আনা হবে বলেও জানান এ কর্মকর্তা।