ডিভোর্সের জন্য বড় ক্ষতিপূরণ দিতে হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি জেফ বেজোসকে। স্ত্রী ম্যাকেঞ্জিকে ক্ষতিপূরণ বাবদ ৩৫ বিলিয়ন ডলার দিতে হবে তাকে।
অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস ও ম্যাকেঞ্জি তাদের ২৫ বছরের সংসার ভাঙার ঘোষণা দেন গত জানুয়ারিতে।
অ্যামাজনের সিইও বেজোসের হাতে এতদিন কোম্পানির ১৬.৩ শতাংশ শেয়ার ছিল, যার অর্থমূল্য ১৪৩ বিলিয়ন ডলার। বিচ্ছেদের চুক্তি অনুযায়ী এর ৪ শতাংশ শেয়ারের মালিকানা পাচ্ছেন ম্যাকেঞ্জি, তবে কোম্পানির বোর্ডে তার ভোটিং ক্ষমতা তিনি বেজোসকেই দিয়ে দিচ্ছেন।
যে কারণে অ্যামাজনে বেজোসের শেয়ার আর সম্পদের পরিমাণ কমলেও কোম্পানির ওপর তার নিয়ন্ত্রণ আগের মতই থাকছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বেজোস-ম্যাকেঞ্জির সাড়ে তিন হাজার কোটি ডলারের এই বিচ্ছেদ আগের সব রেকর্ডকে ম্লান করে দিয়েছে। এর আগে সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্সের রেকর্ড ছিল আর্ট ডিলার অ্যালেক ওয়াইল্ডেনস্টাইন ও তার স্ত্রী জোসেলিনের। ১৯৯৯ সালে সেই ডিভোর্সের রফা হয়েছিল ৩৮০ কোটি ডলারে।