পশ্চিম পটিয়ায় রাস্তা পার হওয়ার সময় লেগুনার ধাক্কায় এক ছাত্রীর আহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
শনিবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে পশ্চিম পটিয়া এ জে চৌধুরী স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া জয়নিউজকে জানান, রাস্তা পার হওয়ার সময় লেগুনার ধাক্কায় নাজমা আক্তার (১৫) নামে এক ছাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়।
এ ঘটনায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছে বলে জানান এ কর্মকর্তা। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জয়নিউজকে জানান, আহত নাজমাকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বেসরকারি ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নাজমা এ জে চৌধুরী স্কুলের নবম শ্রেণির ছাত্রী।