নতুন ব্রিটিশ পাসপোর্টের কভারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নাম বাদ দিয়েছে যুক্তরাজ্য। ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিক বিচ্ছেদের আগেই এমন সিদ্ধান্ত নিলেন দেশটির প্রধানমন্ত্রী টেরিজা মে।
গত ৩০ মার্চ থেকে ইউরোপীয় ইউনিয়ন লেখা বাদ দিয়ে বার্গান্ডি লাল রংয়ের নতুন এই পাসপোর্ট ইস্যু শুরু করেছে ব্রিটেন। ইতোমধ্যে তা হাতেও পেয়েছেন অনেকে। তবে এখনো পুরানো পাসপোর্টের কপি ভাণ্ডারে থাকায় সেটিও ইস্যু করা হচ্ছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হওয়ার আগে নীল রংয়ের নকশার যে পাসপোর্ট মিলত সেগুলোও চলতি বছরের শেষের দিকে আবার নতুন করে ছাপানো হবে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ২৯ মার্চ ব্রেক্সিট কার্যকর হবে ধরে নিয়েই তারা পরদিন থেকে ইউরোপীয় ইউনিয়ন ছাড়া কভারের পাসপোর্ট ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়ন লেখা থাক বা না থাক, ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে তা পার্থক্য করবে না। উভয় নকশাই বৈধ।
অবশ্য ব্রিটিশদের মধ্যে কেউ কেউ এ পরিবর্তনকে স্বাগত জানালেও, অনেকে একে ‘বাড়াবাড়ি’ বলছে।- বিবিসি